- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৭২
শফিক শাহরিয়ার
বুঝলে না তুমি হায় স্বপ্নের কবিতা
শুধু দেখি বোবা মুখ
তবু আমি খুঁজি সুখ- ববিতা
তোমার বিভোর গানে কবিতা সাজাই
দখিণা পবন জুড়ে বাঁশরী বাজাই
সেই সুরে মিশে আছে ফুলের সুরভিটা।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -