শিল্প-সাহিত্যকবিতা ছয় চরণের স্তবক–৭৩ । অদিতি রায় By সাপ্তাহিক অন্যধারা - July 11, 2020 0 332 FacebookTwitterPinterestVKWhatsAppPrint ছয় চরণের স্তবক–৭৩ অদিতি রায় জীবনটা তুমিময় হয়ে গেছে ফটোগ্যালারীর অসংখ্য ছবিতে দেখি অথচ দেখা হয়নি বহুদিনই সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসে দেখি তুমি হেঁটে যাও প্রেমে অপ্রেমে হৃদয়ে জড়িয়ে কেবল তুমিই। অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন