- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক-৭৬
খাতুনে জান্নাত
`
তুই কাছে এলে ভুলে যাই সংঘাত
যোগ-বিয়োগের শুভঙ্করের ফাঁকি
তুই কাছে এলে রোদের ভোরটি হাসে
দিন যেন এক জীবনের ফুলবাগান
পালাই পালাই দূরে যায় অভিঘাত
তুই কাছে এলে ধোঁয়াশার পরিত্রাণ।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -