ছয় চরণের স্তবক–৭৭ । মালা ঘোষ মিত্র

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৭৭
মালা ঘোষ মিত্র

তোমার চোখদুটোয় তুমি অনন্যা
মুখাবয়ব মুখোশ দিয়ে ঢেকে
কুহকিনী হয়ে যাও
গোলাপরঙা ঠোঁটে ঠোঁট রাখবো বলে
নিজের অস্তিত্ব ভুলে
শুধুই সুড়ঙ্গ খুঁড়ি ভালোবাসার।

 

অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর