- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৭৮
দিলু রোকিবা
ভালোবাসার রূপ কি এমন নাকি
কারণে অকারণে দেয় শুধু ফাঁকি
বিরহের অনলে দেহ পুড়ে ছাই করে
ঐ কালিতে নিরবে ছবি আঁকি
হৃদ মাঝারে লালন করি যারে
কেমন করে ভুলে থাকি তারে।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -