- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৮২
মুহাম্মদ মনিরুজ্জামান
করোনার কফিনের ভেতর কখন আচানক
এসেছে দিনের শেষে অন্ধকার রাত্রি
দক্ষিণ সমুদ্র তীরে ঢেউয়ের কোলাহল
বসে আছি নিভৃতে একাকী আমি ওপারের যাত্রী
রোদেলা দুপুর, প্রশান্ত বিকেল -রাতের গহ্বরে গেছে চলে
চোখের উঠোনে আষাঢ়ী প্রপাত জীবন কানন ডুবে হায় যন্ত্রণার জলে
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -