- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৮৩
এমদাদ খান
করোনা গো করুনা করো মোদের করুণা
মারলে কতো বিশ্ব জুড়ে এবার ধরা ছাড়ো না
শিক্ষা পেলাম তোমায় দেখে আর গোনাহ করবো না
পড়বো নামায রাখবো রোজা বাঁকা পথে যাবো না
দোহায় তোমায় আর কোনো দিন এ ধরাতে এসো না
বাঁকা পথের যাত্রী মোরা আর কভু যে হবো না।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -