ছয় চরণের স্তবক–৮৪ । হাসিদা মুন

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৮৪
হাসিদা মুন

একটাই কল্পনাকে এ মুহুর্তে নির্বাচিত করা হয়েছে
শারীরিক শরীরের জন্য সে হয়ত ক্ষতিকারক নয়
স্মৃতি হতে পারে গ্রীক প্রাসাদের থেকে আরও জটিল
প্রাচীন দেয়াললিখন দেখে কিছুটা অনুমান করে নিই
খড়কুটতে ঢোকানো চিবুকটি এ মুহুর্তেই ছিঁড়ে ফেলে
এসো পুনর্বিন্যস্ত করে নিই – নিজের মুখাবয়ব

অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর