ছয় চরণের স্তবক–৮৬ । রীতা ধর

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৮৬
রীতা ধর

শিয়রে জেগে থাকা প্রতিটি দীর্ঘ রাত
অন্তহীন দীর্ঘশ্বাসে পোড়ায় মেঘের শরীর
বুকে ছিলো আগুনের ঝর্ণা নীরব দহন
বেদনা জেগেছিলো ঘন প্রহেলিকায়
কতো নিগূঢ় ঘনঘটায় আকাশেও শ্রাবণ ঝরে
শুধু নিঃসঙ্গ রাতের দহিত আকাশ জানে।

অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর