ছয় চরণের স্তবক–৮৮ । কাজী সমৃদ্ধি

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৮৮
কাজী সমৃদ্ধি

তোমরা মোদের ছোট্ট ভাবো
ঘরের ভেতর আটকে রাখো
আমরা ছোট্ট নই,
আমরা এখন উড়তে পারি
যেতে পারি এ ঘর ছাড়ি
দূর দিগন্তে ওই।

অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর