ছয় চরণের স্তবক–৯০
দালান জাহান
পাঁচটি পাতা ছাতিম পাতা পাহাড় ঘেঁষে বাড়ি যায়
তেমন পুরুষ দেখছ নাকি রাত্রি হলে নারী চায়
জুয়ার টাকা জুয়ায় ঢালে মদের ছিঁপি দাগ-দাপা
এমন কতোই মানুষ আছে দিনের শেষে ভাগ মাপা
এদের পথে ঢুকলে তুমি বুঝবে পরে রক্ষে নেই
উল্টো হবে জলের ধারা দেখবে কেহ পক্ষে নেই।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন