- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৯২
নাদিরা খানম
অঞ্জলি পেতে বসে আছি
মৃত্তিকা, তুমি নেবে আমায়
অবরুদ্ধ, নিস্তব্ধ পৃথিবী
হৃদয়ের ডাকেও শঙ্কিত হয়
মৃত্তিকা, তুমি নরম হও
বুকে তুলে নাও আমাকে।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -