ছয় চরণের স্তবক–৯৩
নূপুর ওহাব
ক্রমশ বিচ্যুত হয় আমাদের বাহুর বন্ধন
করতল এবং কোমরের বাড়ে ব্যবধান
নিশি জুড়ে সিথি বেয়ে হাঁটে না মায়াবিনী আঙ্গুল
পেলব ভঙ্গিল পর্বত চূড়া জেগে হয় ভুল
ক্রমশ অভিমানের সাইরেনে মন তরণী সুর তুলে
নোঙর ছেড়ে ভেসে যায় বেদনার অথৈ নীল জলে।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন