- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৯৯
সৌমিত বসু
মা চলে যাচ্ছেন
অনেক মানুষের উল্লাসের ভেতর দিয়ে
তিনি এগিয়ে চলেছেন কথাহীনতার দিকে
দু-দিক পুড়ে উঠছে স্বজন হারানো আগুনে
জলও পিছিয়ে যাচ্ছে। একটি উন্মাদ ক্রমাগত
হাত মুছছে অন্ধকারে, চোখ মুছছে গরম কুমকুমে।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -