ছয় চরণে ছয় স্তবক–৫৯ । স্বপঞ্জয় চৌধুরী

- Advertisement -
- Advertisement -

ছয় চরণে ছয় স্তবক–৫৯
স্বপঞ্জয় চৌধুরী

তোমার চোখে দেখেছি আগুন
ঝড় থামিয়ে আনছে ফাগুন
আঁকছে তরু নদী
আমার দেশে ভীষণ খরা
দিকে দিকে জরায় ভরা
আসতে তুমি যদি!

 

অন্যধারা/৯ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর