ছয় চরণে স্তবক–৩৪ । জাকির মজুমদার

ছয় চরণে স্তবক–৩৪
জাকির মজুমদার

ছয় চরণে লিখতে চাই যে
সত্যবাদী হয়ে
কিন্তু কিছু লেখার আগে
বুকটা কাঁপে ভয়ে
কারণ সময় জুলুমবাজের
হাসবে জীবন ক্ষয়ে।

 

অন্যধারা/৭ জুলাই-২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here