জনস্বার্থে এই বিজ্ঞপ্তি প্রচার করা হলো । বান্দা হাফিজ

জনস্বার্থে এই বিজ্ঞপ্তি প্রচার করা হলো
বান্দা হাফিজ

 

বিশুদ্ধ পানির নামই জীবন। আয়রন, আর্সেনিকসমৃদ্ধ জল জীবনের ক্ষতি
করে- মানবের জন্য হুমকিও। পানির এমন কল চিহ্নিত করে তালিকা
হয়েছে। এসব কলের নাম দেয়া হয়েছে ‘রাজাকার নলকূপ’।

লালরঙে লেখা সাইনবোর্ড ঝুলছে কলের গোড়ায় গোড়ায়-
‘সাবধান! রাজাকার নলকূপ; অতি বিপদজনক।’

দেশব্যাপী চলছে পানি শুদ্ধিকরণ অভিযান। স্বাস্থ্য বিভাগের টেকনিশিয়ান,
স্বেচ্ছাসেবক বাহিনী দিনরাত পরিশ্রম করছে এসব নলকূপ সিলগালা
করতে- উপড়ে ফেলতে। সহজ পদ্ধতিতে কল তোলার নিয়ম সম্বলিত
হ্যান্ডবিল, যন্ত্রপাতি ও তালিকা এখন বাজারে। বিনামূল্যে দেয়া হচ্ছে
জনতার জন্য। দেশ বাঁচাতে সবাই সহযোগিতা করুন। লিফলেটে
নির্দেশিত নিয়মে তালিকাকৃত নলকূপ উপড়ে ফেলুন।

বিশেষ দ্রষ্টব্য: তালিকার বাইরেও অতি পরিচিত কিছু রাজাকার নলকূপ
আছে। সেগুলোর ধারে কাছে যাবেন না। পানি পরীক্ষা তো নয়ই।
তুলে ফেলাও বারণ।
কারণ, আমরা ওগুলোকে ভাই, বন্ধু কিবা বেয়াই ডেকেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here