জন্মভূমির মায়া
মিনু কোড়াইয়া
প্রতিদিন অপেক্ষায় রাত কাটা ভোরে
শুনতে পাই কোকিলের কুহু
সেই ডাকে যেন মাটি মা আমার
বাড়ায়ে থাকে আদরের বাহু ।
স্নিগ্ধ বাতাস তরুছায়াতল
কোথায় কী মিলে যমুনার জল!!
বনের পাতায় ছাউনী দেওয়া ঘরে
মাটিসুধা যেনো লেগে থাকে অন্তরে ।
জন্মভূমি যেনো আত্মার বন্ধন
যতদূরে যাই হয়না মোচন।
আগলে রাখে মায়া ভরা চোখে
সাধ মেটেনা এত দেখে দেখে ।
এত ফুল ফল প্রজাপতি গাছে
অন্য কোনো দেশে শোভা না আছে ।
এ মাটির মায়া কত যে আপন
বেঁচে রই সুখে আত্মীয়স্বজন ।
সবুজ ক্ষেতে বাতাসের খেলা
কিশোরীর মন করে উতলা
পাকা ধানের মৌ মৌ গন্ধে
কৃষাণীর মন ভরে ওঠে আনন্দে।
এখানে বাউলের মরমী গান
ক্লান্ত দুপুরে জুড়ায় পরাণ
এখানে পাহাড় নদীঘাট বন
দেখে দেখে জুড়ায় দু’নয়ন ।
এই আকাশ বাতাস চন্দ্র তপন
জেগে ঘুমিয়েও দেখায় স্বপন
যতদূরে যাই ফিরি বারবার
এদেশ আমার সকল অহংকার ।