জন্মভূমি । শওকত আলী

- Advertisement -
- Advertisement -

জন্মভূমি 
শওকত আলী

প্রিয় গ্রাম আমার ছোট হাতিয়া
যেন নিয়েছি প্রাকৃতি হতে পাতিয়া,
সবুজ শ্যামল, পাহাড় ঘেরা গাঁ
ছোটো ঘরে বসে আছে আমার মা।

আছে সেতা শত স্মৃতি, খেলাদোলার মাট
আছে আরো বন্ধু সজন, কালা দীঘির ঘাট,
শৈশবেতে খেলা শেষে সবাই বেদে দল
সাঁতার কেটে স্নান করিতাম, কালা দীঘির জল।

অনেক সুখের সময় ছিল শৈশব দিনে
সেই সব সময় পাবো না ফিরে টাকা দিয়ে কিনে
কেউ আমায় মারলে আমিও দিবো পাল্টা
আজকে কত মনে পড়ে সেই সময়কার কালাটা।

আজকে কতো মনে পড়ে জন্মভূমির স্মৃতি
শৈশব কালের সুখের দিন গুলোর হল ইতি।

- Advertisement -

আরো পড়ুুর