- Advertisement -
জরিপ প্রকৌশলী
জেহান মোবারক
সমুদ্রবন্দর থেকে স্থলবন্দর
মহাসড়ক থেকে বিরান ভূমি,
সব কিছুই জরিপ হইয়া
ম্যাপে বন্দী জানি আমি
খাল-বিল নদী জলাশয় ব্রীজ
আরো যত বসত-বাড়ি,
তিলে তিলে বন্টন করিয়া
সরে-জমিনে দেবো পাড়ি।
দস্তাবেজ খতিয়ান মূল প্রমানাদি
বার্ষিক খাজনা শোধন তহসীলদার,
প্রজন্ম ধারা খুঁজিয়া পেল
পৈত্রিক সম্পত্তির মুল দাবিদার।
প্রতিবেশীর সাথে আউল ঠেলাঠেলি
জরিপ প্রকৌশলীর খুব প্রয়োজন,
সরকারি নীতিমালা মেনে নিয়ে
উভয় পক্ষের এতো আয়োজন।
টোটাল স্টেশন সার্ভে জাতির
নিখুঁত পরিমাপ যন্ত্র,
বিদ্যার গুণে জরিপ প্রকৌশলী
মাঠ জরিপে হয় তার মন্ত্র।
নকশা কালিকে ছোট স্কেল
কড়ি লিংকে হয় গুনিয়া,
দুই ইঞ্চি স্কেল এর কাজ
পরিমাপ করা যায় দুনিয়া।
অন্যধারা/সাগর
- Advertisement -