জল ছায়া
ক্যামেলিয়া আহমেদ
যখন জলের ভিতর ছায়া দেখলে
মৃদু কম্পনে হৃদয় দুলতো
সেখান থেকে বেড়ে ওঠে মন শরীর
সপ্রতিভায় মহিমান্বিত হয়
আজ দোলে তন্দ্রাঘোরে।
সে মহিমার কাছে দিনের আলো
ম্লান হতে থাকে
সেই আলোর সখ্যতা ভুলে
অনাকাঙ্খিত প্রবেশ রুখতে
বন্ধ হয়ে যায় দরজা জানালা
সৃষ্টি হয় আঁধার
অংকিত হয় কল্পিত পৃথিবী।
সে পৃথিবী মানুষের স্বভাবের বিপরীতে
এ নিয়ম বঞ্চিতের দিকে টানে
নিষিদ্ধ নিয়ম।
জীবন যৌবন বোধ কোনো বশবতি নয়
এ সত্য উপলব্ধি হয় যখন
হঠাৎ নিস্তব্ধ অনাবৃত রাতে
ঘিরে বসে মৌনতা।
দু’হাতে অন্ধকার ঠেলে
আলোর জলসা ঘরে স্বপ্ন আঁকে
অবুঝ মন মনকে চিরে
বিলাতে চায় ঐশ্বর্য
নিরুপায় দরজা বন্ধ
খোলা যায় না শৃঙ্খল মন ফিরে যায়
জলের ছায়ার কাছে।