জাতির পিতা
পারভীন আমিন
হে বীর সৈনিক
বীর যোদ্ধা,
জাতির পিতা
লও লও মোর কোটি কোটি সালাম।
তুমি দিয়েছো বাঙ্গালী জাতিকে
দ্বীপ্ত চেতনা , জাগিয়েছো বাঙ্গালীর মনে
দ্বীপ্ত শিখার আলোর মিছিল,
তাই আজ আমরা পিছিয়ে নেই
আমরা পেয়েছি স্বীকৃতি ।
স্বাধীন দেশ, বাংলা বলার ভাষা
দ্বীপ্ত চেতনা, রইবো না আর ঘরে,
দেখব এবার জগৎটাকে
কেমন করে নেয় ছিনিয়ে
মোদের অধিকার।
মুজিব তুমি ভেবো না
কে বলেছে তুমি নেই মোদের সাথে,
তুমি আছো, তুমি থাকবে,
তুমি অমর, তোমর স্মৃতি নিয়ে আমরা
চলে যাবো পৃথিবী ছেড়ে।
থাকবে তুমি শুধুই তুমি,
এই বাংলার মাটিতে
চির সবুজ হয়ে ।