অন্যধারা সাহিত্য সংসদ এর ১৬৩ তম সাহিত্য আড্ডা ও সভার বিবরনী
গত ৪ মে ২০১৮ তারিখ শুক্রবার বিকেল ৩ টায় অন্যধারা সাহিত্য সংসদ এর চেয়ারম্যান জনাব সৈয়দ আজিজ এর সভাপতিত্বে ২২ ইন্দিরা রোড, (৩য় তলার হলরুম) তেজগাঁও, ফার্মগেট, ঢাকায় সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য কবি জাহাঙ্গীর ফিরোজসহ সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির কোরাম সংখ্যক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতিক্রমে নিন্মে বর্ণিত সিদান্ত গৃহীত ও অনুমোদিত হয়:
সিদ্ধান্ত সমূহঃ
১. আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি শুক্রবারের সাপ্তাহিক কাব্য আড্ডায় ইফতার পার্টি অনুষ্ঠিত হবে।
২.ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া নিয়ে দৈনিক আলোকিত প্রতিদিন ও সাপ্তাহিক অন্যধারা বিশেষ কোড়পত্র প্রকাশ করবে।
৩.ঈদ পুর্ণমিলনী উপলক্ষ্যে আগামী ২৩ জুন ২০১৮, শনিবার, বিকেল ৩ টা হতে সংস্কৃতি বিকাশ কেন্দ্র, ছাদের হলরুম, পরিবাগ, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৪, সংগঠনের কর্মকান্ড আরো প্রসারিত করার জন্য ভার্সুয়াল, সকল বিভাগীয়, জেলা কমিটি অতিদ্রুত গঠনের জন্য প্রতিষ্ঠাতাকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়।
৫.সংগঠনের সাথে সম্পৃক্ত অদ্যবধি মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রস্তাব গৃহীত হয়।
আর কোনো আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে অন্যধারাময় কাব্যিক অভিনন্দন জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
দ্বিতীয় পর্ব :
স্বরচিত কবিতা পাঠ পর্বে সকল প্রিয় কবি স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। কবিতা প্রসঙ্গে উন্মুক্ত আলোচনায় অনেক বিজ্ঞ ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ রনো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি শাওন আসগর, ড.কল্যাণ চক্রবর্তী, কবি আশরাফ মির্জা, কবি শেখ আব্দুল হক চাষী, কবি লুৎফুন নাহার রহমান, কবি হাসিনা ইসলাম সীমা, কবি গোলাম রব্বানী টুপুল, কবি আফিয়া রুবী, কবি আসিফ খন্দকার, কবি জাকারিয়া নূরী, কবি কাজী দিলরুবা রহমান, কবি আব্দুল আজিজ চৌধুরী, কবি হুমায়ুন কবির সাগর, কবি আদিত্য কৃষাণ, কবি কামরুল হাসান মৃধা, কবি হাসান কামরুল, কবি রাসেল আব্দুর রহমান, কবি জেসমিন জাহান, কবি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক সহিদুল ইসলাম, কবি শাহজাহান মোহাম্মদ, সাংবাদিক ফাহিম আজাদ, কবি সনাতন মৃত্র প্রমুখ।
আগামীদিনের সাংগঠনিক সকল কর্মকান্ডে সকল প্রিয় কবির অংশগ্রহণ বাংলা কাব্যাঙ্গনের সফল্যের জয়যাত্রা নিশ্চিত করবে বলে উপস্থিত কাব্যাঙ্গনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।