জীবনের বাতিঘরে
সিত্তুল মুনা সিদ্দিকা
ছোট ছোট চড়ুই গুলোর কিচিরমিচির ডাকে ঘুম ভাঙলো
অমনি চোখ পড়েছে খোলা জানালায়
ভোরের মৃদু আলো একটু একটু করে ফুটতে লাগল
বিছানায় থেকে দূরের আকাশ দেখতে বেশ ভালো লাগে আমার।
শরতের আকাশে তুলোট মেঘের স্বপ্নীল আনাগোনা দেখে ,
আর আয়েস করে যায়না থাকা।
উঠে এলাম ,কাক ডাকা ভোরের নব জীবনের আস্বাদনে।
দরজা খুলে বেরিয়ে এসে দেখি প্রণের
খিলান ছুঁয়ে কোমল মাটিতে শৈশবর স্মৃতিগুলো ঢেকেছে শ্যাওলায়
বৃক্ষের ছায়ায় আবছা অন্ধকারে ঠান্ডা বাতাসেরা দোলা দিয়ে যায়
সাদা সাদা টুপটাপ ঝরে পড়ে শেফালী আর মৌ মৌ গন্ধ ছড়ায় চারিদিকে।
ভোরের আঁধারের মাঝে বসে বসে ভাবি ,
এমনি কতো নান্দনিক ভোর দেখেছি জীবনে
বসার এই ছোট্ট একটা চেয়ার সাক্ষী হয়ে রইলো যেন,
আমার জীবনের বাতিঘরে ।