- Advertisement -
- Advertisement -
জীবন ঘড়ি
আফিয়া সুলতানা রুবি
গাড়ি চলছে ঘড়ি চলছে
চলছে মানুষ ভাই
চলার এই শেষ কোথায়
কেউ কি জানে তা-ই?
বাড়ি লাগবে গাড়ি লাগবে
লাগবে আমার বেশ
কখন গাড়ি কখন ঘড়ি
থামবে হঠাৎ শেষ।
জানে সবাই এমন কথা
ক’জনেই বা মানে
এত দামের জীবন ঘড়ি
তবুতো তাকেই টানে।
কখন কবে হাওয়া হবে
ঘড়িটির নেই খোঁজ
বিধাতার ঔ ডায়েরিতে যে
লিখছেন প্রতি রোজ।
ঘুরছে ঘড়ি আপন মনে
যেমন করছে বাস
হঠাৎ ক্রিয়া কপাট দিলে
চুকিয়ে সকল শ্বাস।
থাকবে পড়ে ঘড়ির খাঁচা
কেবল অতীত মায়া
লক্ষ কোটির বিনিময়েও
ফিরবে না আর কায়া।
- Advertisement -