জীবন বুদবুদ
রফিক হাসান
জলের কারাগারে বন্দী আকাশের ক্ষীণ বাতাস
সাগরে ভেসে থাকা বুদবুদ, ক্ষণিকের জীবন
সূর্যের আলোয় রঙের খেলা, গায়ে গায়ে টক্কর
প্রতিনিয়ত স্রোতের বিরুদ্ধে বেঁচে থাকা।
ভেবে না পাওয়া কেন এই জন্ম, জরা, মৃত্যু, কত
দূর মূল ঠিকনা, কানে কানে বাতাস-প্রলোভন
সমুদ্রের ডাক শুনে কাঁপে ভীরু হৃদয়, সহসা
দেয়াল ভেঙে বেরিয়ে যাওয়ার কঠিন সংগ্রাম।
প্রতীককে আসল ভেবে কেটে গেল কত বছর
দেহের ভেতরে থাকে যে দেহ আজও হলো না
জানা তার পরিচয়, অজ্ঞতার বর্ধিত পরিধি
চেহারা বদল, ঢেউয়ের পর আসে শুধু ঢেউ
বাতাস মিলায় অনায়াস বাতাসে, নীরবে ভেঙে
যায় সকল কাঠামো, পড়ে থাকে নিষ্প্রাণ, নিস্পন্দ।