বিনোদন ডেস্ক : মুম্বইয়ের প্রমোদতরীর মাদক-মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান খান। কিন্তু জেল থেকে বেরিয়ে বেশ কয়েকটি বিধিনিষেধ মেনে চলতে হবে তাকে। তাহলে জেনে নেওয়া যাক বিধিনিষেধগুলো কি :
১. বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।
২. মুম্বই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।
৩. জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।
৪. জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
৫. এ ছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না।
অন্যধারা/সাগর