আলোকিত ডেস্ক:
দেখতে বিদেশিদের মতো
বহুদিন পর সৌদি আরব থেকে ফিরেছেন কারামত আলি।ফিরেই তিনি প্রিয়তমা স্ত্রীর কাছে চলে গেলেন।
কারামত: ও গো, শুনছ, আমাকে কি বিদেশিদের মত দেখায়?
স্ত্রী: কই, না তো!
কারামত: আমিও তো তা-ই বলি। আজব কারবার,সৌদি আরবে সবাই আমাকে দেখে বলে, আপনি কি বিদেশি?
অনুমতির প্রয়োজন নেই
কোন এক বর্ষার রাতে সুজন অচেনা এক জায়গায় গিয়েছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছে । ঘন অন্ধকারে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কোথায় আশ্রয় না নিলেই নয়। সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগল। গৃহস্বামী উপর থেকে জানালা খুলে জিজ্ঞেস করলেন, ‘কে হে বাপু তুমি? এত রাতে কড়া নাড়ানাড়ি করছ কেন?’
সুজন: আমি বহুদূর থেকে এসেছি।
গৃহস্বামী: এখানে আপনার কী চাই?
সুজন: রাতটা এখানে থাকতে চাই।
গৃহস্বামী: তা থাকতে পারেন। তার জন্য আমাকে ডাকার কোনো দরকার ছিল না। ওটা সরকারি রাস্তা, যে কেউ ওখানে থাকতে পারে। এ আশ্রয়টুকুর জন্য অনুমতির প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্ত মনে থাকতে পারেন।
সাপ্তাহিক অন্যধারা // আতারা