জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট চলবে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

রোববার (৭ নভেম্বর,২০২১) বিকেলে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানিয়েছেন,  জ্বালানি তেলের দাম না কমলে ধর্মঘট চালিয়ে যাবে তারা । সেই সাথে তারা আরও জানায়, জ্বালানি তেলের দাম কমানো প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে এখনো কেউ তাদের সাথে কথা বলেনি। ধর্মঘট অব্যাহত রাখার বিষয়টি  বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী নিশ্চিত করে জানান।

তিনি আরও  বলেন, রোববার (৭ নভেম্বর,২০২১) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে বাস মালিক সমিতির হয়েছে। বৈঠকে বাস মালিক সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হলেও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিকের সাথে কেউ কথা বলেনি। তাই তেলের দাম না কমানো পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে তারা জানায়।

অন্যধারা/ আর এম

- Advertisement -

আরো পড়ুুর