জয় হোক মানবতার
বাদল মেহেদী
ব্যাপারটা এমনই। ট্রাম্প না উন
কে জিতবে শেষে?
হুমকির মুখে বিশ্ব রেখে
খেলছে অবশেষে।
বোতাম আছে টেবিলেই
করলে সুইচ অন
ওয়াশিংটন ধ্বংস হবে
না হয় পিয়ংইয়ং।
আমরা যারা এই পৃথিবীর
নিরীহ অধিবাসী
তাদের কাছে এই খেলাটা
ভীষণ সর্বনাশী।
হারজিত না ড্র চাই
শক্তির পাল্লা কার ভারি
এসব দেখে কী লাভ বলো
আমরাই যদি বাঁচতে না পার?
পারমানবিক বিশ্ব নয়
বিশ্ব হোক মানবতার
আজকে যারা পরাশক্তি
তারাও নেই নিরাপদ আর।