টসে জিতে নামিবিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

- Advertisement -
- Advertisement -

স্পোর্টু ডেস্ক : সুপার টুয়েলভে গ্রুপ ২-এর লড়াইয়ে মুখোমুখি আফগানিস্তান আর নামিবিয়া। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রাহমানুল্লাহ গুরবাজ, আসঘর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নামিবিয়া একাদশ : ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফন লিঙ্গেন, জান লফটি-ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জেন ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, রোবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোলজ।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর