টাকার কারণেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতে : ইমরান খান

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি নিউজিল্যান্ড ও  ইংল্যান্ড  ক্রিকেট দলের সফর বাতিল করা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ও দেশটির জাতীয় ক্রিকেট দলের  সাবেক অধিনায়ক ইমরান খান। তার মতে,ভারতের অনেক টাকা আছে বলে  কোনো দেশই তাদের  বিরুদ্ধে যায় না। তিনি বলেন ,‘ইংল্যান্ড এটিকে এমনিই যেতে দিয়েছে। আমার মনে হয় ইংল্যান্ডে এখনও এই ভাবনাটা আছে যে, তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে অনেক কৃপা করছে। এর পেছনে একটা কারণ অবশ্যই টাকা।’ মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।তিনি আরও বলেন,মূলত টাকার দাপটেই  বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। কারণ তারা খেলাটিতে প্রচুর পরিমাণ টাকা ঢেলে থাকে। যার ফলে কোনো দেশই ভারতের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবে না।

সাপ্তাহিক অন্যধারা // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here