ডাকপিয়ন ও মেঘচিঠি
দ্বীপ সরকার
দিবাকর গড়িয়ে যেতে যেতে দেখা হয়
ডাকপিয়নের সাথে
ডাকপিয়নের থলে ভর্তি মেঘচিঠি।
যুগ থেকে মহাযুগ ধরে মেঘচিঠি
বিলিয়ে যাচ্ছে ডাকপিয়ন,
গোধূলির কাছে গিয়ে সেদিন খুব করে কেঁদেছিলো
‘জীবন আর কতোটা লম্বা হওয়া চাই ঈশ্বর? ‘
দিবাকর হাঁটে পশ্চিমে- জীবন হাঁটে পুবে
এইসব বিপরীত রেখা ধরে
ডাকপিয়ন ক্রিং ক্রিং শব্দে মেঘেদের বাড়ি বাড়ি
গিয়ে চিঠি বিতরণ করছে ।