ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন ভিকি-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে আলোচনা অনেক পূর্ব থেকেই। কিন্তু  প্রেম নিয়ে কখনোই সরাসরি মুখ খুলেননি ক্যাটরিনা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করছিল, ১৮ অগস্ট গোপনে বাগদান সেরে ফেলেছেন ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশল! যদিও সে খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ভিকি খোদ। কিন্তু ফের সর্বভারতীয় সংবাদমাধ্যমের নতুন জানান, আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ে করছেন দুই তারকা। বিয়ের তোড়জোড়ে ব্যস্ত ক্যাটরিনা-ভিকি। এক সূত্রের মারফত এমনই খবর পাওয়া যাচ্ছে। এবার শোনা যাচ্ছে ভিকির সঙ্গে আসছে ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাট।

বলিউডের ট্রেন্ড মেনেই ক্যাটরিনা এবং ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। এই মুহূর্তে পোশাকের ফ্যাব্রিক নিয়ে আলোচনা চলছে জোর কদমে। লেহেঙ্গার জন্য সিল্ক ফ্যাব্রিকই নাকি পছন্দ কনের। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরেই চার হাত এক হবে।

সদ্য মুক্তি পাওয়া ভিকির ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সবার সামনে একে অপরকে জড়িয়েও ধরেছেন দুই তারকা। এসব দেখেই তাদের বিয়ের খবরটা মজবুত হয়েছে।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here