অন্যধারা ডেস্ক : নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ পথেই সবাইকে তল্লাশি করা হচ্ছে। র্যাবের একটি টিম ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকার নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি করছেন।
এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার এএসআই নুর উদ্দিন সাংবাদিকদের জানান, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশ পথে সবাইকে চেক করা হচ্ছে। কোনো ধরনের ঝুঁকি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করতে সবগুলো সংস্থা কাজ করছে।
অন্যধারা/সাগর