তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান বলছে যে এই মাসের শুরুতে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত প্রশাসনকে উৎখাত করার পর তারা একটি অন্তর্ভুক্তিমূলক তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা করছে । সরকার গঠনের ক্ষেত্রে সব জাতি ও উপজাতি নেতাদের অন্তর্ভুক্ত  করবে বলে জানায় তালেবান।

তালেবান সূত্র  জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আফগানিস্তানের ইসলামিক আমিরাতের নেতৃত্ব দেওয়ার জন্য একজন “আমির-উল-মোমিনীন” (বিশ্বস্ত কমান্ডার) থাকবে। তারা বলেন, ভবিষ্যতের সরকারের গঠন এবং মন্ত্রীদের মনোনীত করার জন্য একটি সর্বোচ্চ নেতৃত্ব পরিষদ গঠন করা হবে।

মনোনয়নের জন্য প্রধান মন্ত্রণালয়গুলির মধ্যে রয়েছে বিচার বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয়, অর্থ, তথ্য এবং কাবুলের অন্যান্য সেক্টরের জন্য একটি বিশেষ প্রতিনিধি।

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারাদার রাজধানী কাবুলে আছেন, আর তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব সরকার গঠনের প্রাথমিক পরামর্শের জন্য কান্দাহার  অবস্থান করেছেন। (আলজাজিরা)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here