তুমি । কাজী দিলরুবা

তুমি
কাজী দিলরুবা

নির্জনতায় বড্ড আপন মনে হয় তোমাকে
নির্জনতায় নিবিড় করে পাই  তোমাকে
বাহিরের সব শব্দ আঁছড়ে পরে  মনের দেয়ালে
গহীন ঘন অরন্য আঁধারে তুমি থাকো খেয়ালে  ।

নিরবতা বুদবুদ হয়ে জেগে ওঠে বারবার
নিরবতা ঝিরঝির বাতাসে দুলে ওঠে অন্য কলেবরে
আরো বেশি নিবেদিত হয় কর্ণকুহর প্রহরির মত
আরো বেশী দৃষ্টির ক্ষধা বেড়ে যায় ব্যাঘ্রের মত।

শতবার পর্ণজন্মে বাঁচার বিশ্বাস জাগে
শতবার আক্ষেপে বাঁচার ইচ্ছে জাগে
হয়তো মানুষের শরীর তুমি নয় তবুও মানুষের
হয়তো স্পর্শে তোমায় যায় না ছোঁয়া তবুও অনুভবের ।

তুমি কবিতা আত্নার ক্ষুধারই আঁধার
তুমি পদ্য নিজেকে জানার উত্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here