তুমি আছো
বেবী আফরোজ
তুমি আছো
তাই আমি আলোকিত
আমার যশ, খ্যাতি সবই তুমি।
আমার কাজের শ্রেষ্ঠ পুরষ্কারটা যখন
প্রধান মন্ত্রীর হাত থেকে নিতে গেলাম
কি আশ্চর্য!
সামনের সারির মাঝখানে
আমি তোমাকেই দেখতে পাচ্ছি।
তুমি আমার দিকে তাকিয়ে
মিটি মিটি হাসছো
তুমি না এলে হয়তো
পড়ে থাকতাম আস্তাকুড়ে
ভুলে যেতাম হয়তো নিজের পরিচয়।
তোমার উৎসাহ, কখনও উৎবেগ
তোমার হাসি ,ভালোবাসা
এই সকল কিছুই আমার চলার পথের
সিড়িটাকে মসৃন করেছে।
বুকের মাঝে হাত দিয়ে চোখ বন্ধ করে
তোমাকে মনে করলাম
মনটা শান্তিতে ভরে গেলো।
এভাবেই তুমি থেকো আমার বুকের মাঝে
আমার সাথে, আমার চলার পথে
অহঃরহ, যুগে যুগে সারাজীবন।