তোমাকে হারানোর ভয়

তোমাকে হারানোর ভয়
রফিকুল নাজিম

একদিন একটা ফুলকে ভালোবেসেছিলাম
তারপর সে একদিন ঝরে গেল
একদিন একটা পরিযায়ী পাখিকে ভালোবেসেছিলাম
শীতের শেষে সে উড়ে গেল
একদিন টলটলা এক নদীকে ভালোবেসেছিলাম
ধীরে ধীরে সেও চলে গেল সাগরে
একদিন আকাশকে মনের গোপন সব কথা বলার পর
সেও অন্ধকার হয়ে গেল এক রাতে!

তারপর থেকে তোমাকে পেতে ভয় হয়
দিনে দিনে বুকের পাশে ব্যথার পোকারা বসতি গড়ে
ক্রমেই বুকের পাশে উইপোকার ডিবি বড় হতে থাকে
একদিন তোমাকে হারানোর ভয়ে
বলতে পারিনি- তোমাকেই ভালোবাসি!

পলাশ,নরসিংদী

অন্যধারা//এমকেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here