তোমারে যে পায়
আসিফুজ্জামান খন্দকার
তোমারে যে পায় আর কিছু তার কখনো লাগে না আর
চেয়েছি তোমায় চাইবো তোমায় চাইনি স্বর্গদ্বার
অরূপের তুমি স্বরূপে যদি দাঁড়াও সামনে এসে
কোন ভয়ে নয় সেজদা জানাবো নির্ভীক ভালোবেসে।
চেয়েছে তোমায় লোভাতুর যতো দাওনি তাদের দেখা
ভয় পেয়ে যারা তোমায় ডেকেছে তাদেরও ফিরালে একা
কেউবা চেয়েছে স্বর্গ তোমার সুখ-সুরা হুর-পরী
চায়নি তুষ্টি কখনো তোমার শ্রদ্ধা ভক্তি ভরি।
না কবুল করে ফিরায়ে দিয়েছো বুঝে নাই তবু তারা
নিজেকে সফল ভেবে গিয়ে সুখে নিত্য আত্মহারা
তুমি তো সবার সত্তায় মেশা অমর সত্তাখানি
সৃষ্টির আদি শ্রেষ্ঠ সৃজক দয়াময় বলে জানি।
এতো দয়া যার তার কাছে আমি ভীত কেন হতে যাই
কৃতজ্ঞতা জানাতে কেবল দাঁড়াবো প্রার্থনায়
বিশ্বাস বুকে জানাবো আকুতি ডেকে আমি বারেবারে
না করে ক্ষমা কি করে থাকবে হাসিমুখে দরবারে।
শ্রী চরণে ধরে বলবো যখন আমি হে তোমার দাস
নরকে আমায় পারবে না দিতে এ আমার বিশ্বাস।