- Advertisement -
- Advertisement -
তোমার জন্য আমি
মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন
তোমার প্রেমে খোদা দেখে
করবো খোদার ডর,
তোমার গুণের নেশায় পরে
খুজবো খোদার ঘর।
তিন জগতের রূপক এনে
দিবো তোমার পায়ে,
সকল গ্রহের প্রেমের শুদ্ধি
মাখবো তোমার গায়ে।
মাটির নিচের জগৎ থেকে
আনবো কঠিন পণ,
আমার রূপক জগৎ থেকে
দিবো প্রেমের মন।
গগন উপর জগৎ থেকে
আনবো সেরা নূর,
স্বর্গ সেতো কথার কথা
তুমি আমার হূর।
তোমার দয়ায় বেঁচে থাকি
তোমার দয়ায় পাই,
জগৎ স্বর্গ অন্য কিছু
তুমি ছাড়া নাই।
এটাই সত্য এটাই বাস্তব
মানতে কষ্ট হয়,
আমার অহম সব ভুলে যায়
কোথায় আমার জয়।
পরাজিত হলাম আমি
শুধু তোমার কাছে,
তোমার থেকে নিয়ে আমি
বলি আমার আছে ।
- Advertisement -