তোমার মনের দেশে

- Advertisement -
- Advertisement -

তোমার মনের দেশে
কনক কুমার প্রামানিক

তোমার মনের দেশে আমি ঘুরবো অহর্নিশ
ধন্য হয়ে তোমার প্রেমে করবো কুর্নিশ।
প্রেমের মধুর রাজ্যে আমি হব পরিব্রাজক
করবো সৃষ্টি নিত্য নব হয়ে যাবো সৃজক।

আবিষ্কারে মত্ত হবো ঐ মনের দেশ
অলিগলি খুজতে গিয়ে হয়ে যাবো নিঃশেষ।
দিনমান আমি ছুটে চলি তোমার মনের দেশে
ঠাঁই না পেলে সেথায় আমি মরি মন ক্লেশে।

কনক কুমার প্রামানিক
সহকারি শিক্ষক
ভীমপুর উচ্চ বালিকা বিদ্যালয়
নওগাঁ সদর, নওগাঁ।

অন্যধারা//এমকেএ

- Advertisement -

আরো পড়ুুর