তোমায় বলছি । মালেক জোমাদ্দার

- Advertisement -
- Advertisement -

তোমায় বলছি 
মালেক জোমাদ্দার

ভাবছ তুমি তোমায় ছাড়া
এ জীবনটা চলেবে না?
আমায় দেখলে মুখ ফিরাবে
কোন কথা বলবে না।

ভাবছ তুমি তোমায় ছাড়া
আমার জীবন অন্ধকার!
আমার আলো আছে জ্যোতি
আঁধার করে শক্তি কার।

তোমায় ছাড়া আমার জীবন
এক কদমও চলবে না?
আমার পায়ে আমি হাটি
কারো পায়ে হাটবো না।

তোমার খেয়াল তোমার খুশি
তোমার ইচ্ছা শক্তিতে
তোমার চোয়াল তোমার হাসি
মজবো কেন ভক্তিতে।

রক্ত মাংস দেহ আমার
মনটা আমার দুরন্ত
আমার হাসি আমার খুশি
আমারই হোক একান্ত।

- Advertisement -

আরো পড়ুুর