- Advertisement -
- Advertisement -
দজ্জাল
সরদার ফাতিমা জহুরা ময়না
নাক উচুঁ দজ্জাল ঐ এসে গিয়েছে ভাই
এর থেকে পরিএাণ মুসূলমানের নাই!
সারা দূণিয়া তাদের তান্ডপে মারছে মুসূলমান
মুসূলমানদের জীবন নিয়ে গায় জয়ের গান!
মসজিদ ভাঙ্গে,মানুষ পোড়ায়,হাফেজ হয় খুন
এতো, এতো অন্যায় দেখে বিষে উঠে মন!
আমদের মিছে কেনো, দজ্জালেরা শক্রু ভাবে
দজ্জালের পিঠে কে কখন কিল দিয়েছে কবে?
সময়ের পিঠে ফোঁড়া রক্ত, পুঁজ পড়ে
তাইতো দজ্জালে মুসলীমের জীবন কাড়ে!
একতাই বল, সর্বলোকে কয়
একতায় প্রখড় খড়া একতা নাই!
প্রভু তুমি সহায় হও!
আমাদের জীবন বাঁচাও!
তুমি বিনে কে আছে আর
আমাদের রক্ষা করার!
- Advertisement -