দর্শনার্থীদের জন্য জাতীয় চিড়িয়াখানা উম্মুক্ত

নিজস্ব প্রতিবেদক:
পাঁচ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দেয়া হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছেনকর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানার ভেতরে ১২টি স্পটে হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার রাখা রয়েছে। এছাড়া মাস্ক ছাড়া কোনো দর্শনার্থীদের টিকিট দেওয়া হচ্ছে না। এছাড়া এক জায়গায় জটলা না করতে মাইকিং করা হচ্ছে। চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, ‘করোনার কারণে চার মাস ২৫ দিন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছিল। তবে এখন থেকে সপ্তাহের রোববার ছাড়া অন্য দিনগুলোতে চিড়িয়াখানা খোলা থাকবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা এখানে আসতে পারবেন।

অন্যধারা/ ২৭ আগস্ট,২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here