দাঁড়কাকের ডাক । জাফর পাঠান

দাঁড়কাকের ডাক 
জাফর পাঠান

গুমট-বাতাস, গুমট-সাগর
গুমট-ভূমিতলের প্লেটগুলি
দুলছেনা গাছ নড়ছেনা পাতা
ডাকছে অশুভ দাঁড়কাক গুলি।

কুকুর শিয়ালের-অশনি হাঁক
ভেসে আসছে নিত্য নিশুতি রাতে
হুতুম পেঁচার- হুম হুম ডাক
আঁকছে অমঙ্গল-বঙ্গ বরাতে।

ঘন ঘন শকুনদের আনাগোনা
দেয় নাকি বিপদের পূর্বাভাস
প্রকৃতি নিজ থেকেই বলে দেয়
ধরিত্রীর-প্রলয়ের অভিলাষ।

চারদিকে-চিৎকার চেঁচামেচি
প্রকৃতির-গুমট-ভয়াল ভাব
শঙ্কায় থাকে শতবর্ষী মুরুব্বী
কখন জানি নেমে আসে কৃষ্ণাভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here