দিল্লির আদালতে এলোপাথাড়ি গুলি, নিহত ৩ জন

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির আদালতকক্ষের মধ্যেই  শুক্রবার দুপুরে এলোপাতাড়ি গুলিতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে । ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষে এ হামলা ঘটে। কুখ্যাত দুষ্কৃতী গোগীকে হত্যা করতেই দুষ্কৃতীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল। এতে কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়।

কুখ্যাত দুষ্কৃতী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের দুষ্কৃতীরা জড়িত বলে সন্দেহ পুলিশের। দুষ্কৃতীদের গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে দুষ্কৃতী দলের দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, দিল্লির ওই দুই গ্যাঙের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের। গত কয়েক বছরের তাদের মধ্যে ল়ড়াইয়ের জেরে ২৫ জনেরও বেশি ব্যক্তির প্রাণ গিয়েছে। (আনন্দবাজার পত্রিকা)

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর