দীঘিকে এবার দেখা যাবে কলকাতার বনি সেনগুপ্তের সঙ্গে

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক : ছোট সেই দীঘি এখন বড় পর্দার নায়িকা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা রূপে আভির্ভূত হন দীঘি। এরপর আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

এবার ‘মানব দানব’ নামে নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। আর তার পাশে নায়ক হিসেবে থাকছে কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন বজলুর রাশেদ চৌধুরী। আগামী মাসেই শুরু হচ্ছে নতুন এই সিনেমার শুটিং।

সিনেমাটি প্রসঙ্গে দীঘি বলেন, ‘শাপলা মিডিয়ার সিনেমায় আগেও কাজের অভিজ্ঞতা আছে। বনি সেনগুপ্ত ভালো অভিনয় করেন। আশা করছি আমাদের যুগলবন্দি ভালো লাগবে দর্শকদের।’

নির্মাতা বজলুর রাশেদ চৌধুরী জানিয়েছেন, সিনেমাটির গল্প একটি জেলেপাড়ার গল্প নিয়ে। তাই এখানে দীঘি ও বনিকে গ্ল্যামারাস রূপে নয়, দেখা যাবে অভিনয়প্রধান চরিত্রে। সর্ব শেষ ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাতে দেখা গিয়েছে  দীঘিকে । বর্তমানে তিনি যুক্ত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু’ সিনেমায়।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর