আজাদ আশরাফ
দুঃখের নিদে ভাসায় আঁখি
হৃদয় মাঝে রক্ত ক্ষরণ হচ্ছে বারেবার
দুঃখের নিদে ভাসায় আঁখি চললে পরপার।
ছড়ায় ছড়ায় গাইতে তুমি জীবনেরই গান
জীবন প্রদ্বীপ নিভে গিয়ে করলে সবই ম্লান।
চড়ুই, টিয়া, টুনটুনিরা করছে আহাজারি
পদ্ম, বকুল, শাপলা, জারুল করছে রোনাজারি।
সবুজ হরিৎ দুলছে না আর মৃদু হাওয়ার তালে
সন্ধ্যে বেলা মাঝির সরিৎ উঠে নাতো পালে।
পানকৌড়ির রক্তে কেউ খুঁজবে না কাব্য
কালের কলস লিখবে না কেউ হবে না শ্রাব্য।
গল্পতে আর ভাবনাগুলো হবে না রঙিন
মায়ের নোলক খুঁজবে না কেউ হবে না সঙ্গিন।
পথের ধূলোয় আঁকবে না কেউ ছন্দ-ছড়ার বুনুন
নিপের খোঁচায় জ্বালবে না কেউ প্রতিবাদের উনুন।
পাতায় পাতায় থাকবে না কেউ হয়ে নিউজ ফিড
নতুন নতুন বিষয় নিয়ে লিখবে না কেউ গীত।
রাখবো পুষে যতন করে তোমায় আজীবন
রেখে যাওয়া কর্মে তোমার সারাটি জীবন।
প্রার্থনা মোর আয়, হে খোদা! ক্ষমা করো তাকে
আত্মা যেন সুখে তাকে ফেরদাউসের ডাকে।