- Advertisement -
- Advertisement -
দুঃখের সাথে বসবাস
হারুন অর রশিদ
তুমি উদাস ভাবে বললে যখন
ইচ্ছা করলেই তোমাকে পাওয়া যায় না
হাত বাড়ালেই তোমায় ছোয়া যায় না
আমি গভীর ভেবে দেখলাম তুমি সত্যি বলেছো বন্ধু !
সব ফুলে যেমন মালা গাথা যায় না
সব ভোগে তো দেবতাও তুষ্ট হয় না
ইচ্ছা করলে যেমন আকাশ ছোয়া যায় না
চাইলেই তো আর তোমায় পাওয়া যায় না।
চন্দ্রের আলোয় উদ্ভাসিত হয় ধরিত্রী
সূর্যের আলোয় তাই শেষ হয় রাত্রি
নতুন দিনের আগমনে ভরবে তোমার মন
আমি চাইবো না তোমার আলু থালু কেশ জীর্ন বসন
সুখে কাটুক জনম জনম শান্তির পরশ নিয়ে
আমি দুঃখের ঝাপি মাথায় নিয়ে হেটে যাব সে পথ দিয়ে।
- Advertisement -